ট্রাক ফার্মিং কি

যেসমস্ত কৃষিক্ষেত্র গুলি শহর থেকে অন্দতিরে অবস্থিত হয়, সেই সব কৃষিক্ষেত্রে উৎপাদিত শাকসবজি, ফল, ফুল যা নিত্যপ্রয়োজনীয় জিনিস সেগুলি কৃষিক্ষেত্র থেকে সরাসরি বিপুল শহরবাসীর উদ্দেশ্যে পাঠানোর জন্য ট্রেন অপেক্ষা মাঝারি ধরণের ট্রাকের মাধ্যমে পরিবহণ বেশি সুবিধাজনক হয়। ট্রাকে করে শহরের অভ্যন্তরে শাকসবজি পাঠানোর এই পদ্ধতিকে ট্রাক ফার্মিং বলা হয়।

উদাহরণ ঃ আমেরিকা এবং ইউরোপের উন্নত দেশগুলিতে এই ব্যবস্থা প্রচলিত আছে। বর্তমানে আমাদের দেশে কলকাতা সংলগ্ন ধাপার মাঠ থেকে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি প্রতিনিয়ত ট্রাক, ম্যাটাডোর, ভ্যান ইত্যাদির মাধ্যমে শহরের বাজারে পৌঁছে দেওয়া হয়।

বৈশিষ্ট্য –

ট্রাক ফার্মিং এক ধরণের প্রগাঢ় কৃষিব্যবস্থা। এর কিছু বৈশিষ্ট্য নিন্মে তুলে ধরা হল –

(i) ট্রাক ফার্মিং বর্তমানে একটি অত্যাধুনিক সিস্টেম।

(ii) এই পদ্ধতিতে শাকসবজি, ফল, ফুল সহ নিত্যপ্রয়োজনীয় কৃষিজাত ফসল একেবারে কৃষিক্ষেত্র থেকে শহরে পাঠানো হয়।

(iii) ট্রাক ফার্মিং-এর মূল পণ্য হল নিত্যপ্রয়োজনীয় শাকসবজি, ফল, ফুল ইত্যাদি।

(iv) ট্রাক ফার্মিং-এর পদ্ধতি বাস্তবায়নের জন্য উন্নত পরিবহণ ব্যবস্থার দরকার হয়।

গুরুত্ব –

(i) এই পদ্ধতিতে যেহেতু শাকসবজি সরাসরি কৃষিক্ষেত্র থেকে সরাসরি শহরের বাজারে চলে যায় সেহেতু কৃষক এবং ক্রেতার মাঝে কোন চেইন তৈরি হয় না, ফলে কৃষক তার ফসলের জন্য ন্যায্য মূল্য লাভ করে।

(ii) এই কৃষি পদ্ধতির মাধ্যমে শহরের বিপুল জনসংখ্যার নিত্যপ্রয়োজনীয় শাকসবজি, ফল, ফুল ইত্যাদির বিপুল চাহিদা পূরণ হয় এবং শহরের মানুষ টাটকা শাকসবজির আনন্দ নিতে পারে।

(iii) এই পদ্ধতি বর্তমানে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করেছে।

Post a Comment

Previous Post Next Post