ভিনিশা ও রোম কীভাবে ঐক্যবদ্ধ হয়েছিল

ভিনিশা ও রোমের ঐক্যবদ্ধতা -


ইতালির একটি রাজ্য পিডমেন্ট-সার্ডিনিয়ার নেতৃত্বে উনিশ শতকের প্রথম দিকেই ইতালির ঐক্য আন্দোলন শুরু হয়েছিল। এরপর ভিনিশা ও রোম ছাড়া ইতালির বাকি রাজ্যগুলি ১৮৬১ খ্রিস্টাব্দের মধ্যে পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল। ভিনিশায় অস্ট্রিয়ার সেনাবাহিনী এবং রোমে ফ্রান্সের সেনাবাহিনী মোতায়েন করা হলে ১৮৭০ খ্রিস্টাব্দের মধ্যে এই দুটি অঞ্চল ইতালির সঙ্গে সংযুক্ত হলে ইতালির ঐক্য সম্পূর্ণ হয়।

ভিনিশার সংযুক্তি ঃ ১৮৬৬ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইতালি প্রাশিয়ার পক্ষে যোগদান করে। ১৮৬৬ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া স্যাডোয়ার যুদ্ধে পরাজিত হয় এবং অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে প্রাগের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির মাধ্যমে ইতালি ভিনিশা অঞ্চল লাভ করে এবং পরে গণভোটের মাধ্যমে ভিনিশা ইতালির সঙ্গে যুক্ত হয়।

রোমের সংযুক্তি ঃ ১৮৭০ খ্রিস্টাব্দে ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইতালি প্রাশিয়ার পক্ষে যোগদান করে। ১৮৭০ খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে প্রাশিয়ার কাছে ফ্রান্স পরাজিত হলে ফ্রান্স রোম থেকে তার সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। এরপর রোম ইতালি সঙ্গে যুক্ত হয় এবং এইভাবে ১৮৭০ খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধ ও স্বাধীন ইতালির জন্ম হয়।

মূল্যায়ন ঃ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে অবশেষে ১৮৭০ খ্রিস্টাব্দে ফ্রান্স ও প্রাশিয়ার যুদ্ধে ইতালি প্রাশিয়াকে সমর্থন করে এবং বিসমার্কের কাছ থেকে রোম লাভ করে। এইভাবে ১৮৭০ খ্রিস্টাব্দের মধ্যে বিদেশি শক্তিগুলির মাধ্যমে ইতালির ঐক্য আন্দোলন সম্পূর্ণ হয়।

Post a Comment

Previous Post Next Post