কার্বোনারী আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন

কার্বোনারী / কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার কারণ -


স্বাধীন ও ঐক্যবদ্ধ ইতালি গঠন করতে কার্বোনারী সমিতির নেতৃত্বে ১৮২০ খ্রিস্টাব্দ থেকে ১৮৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইতালিতে দুটি বড় আন্দোলন সংঘটিত হয়েছিল, কিন্তু বিশেষ কিছু কারণে শেষপর্যন্ত এই আন্দোলন ব্যর্থ হয়েছিল। কার্বোনারী আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ গুলি হল -

বিচ্ছিন্নতা ঃ ইতালির বিভিন্ন অংশে কার্বোনারীরা আন্দোলন করেছিল। কিন্তু তাদের আন্দোলন ছিল বিচ্চিন্ন এবং বিক্ষিপ্ত। এছাড়া এই আন্দোলনে আঞ্চলিকতাবাদ বেশি লক্ষ্য করা গেছে।

সঠিক পরিকল্পনার অভাব ঃ কার্বোনারীদের আন্দোলনে কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল না, ফলে আন্দোলন পরিচালনার জন্য কেন্দ্রীয় পরিকল্পনার অভাব দেখা যায়।

যোগ্য নেতৃত্বের অভাব ঃ কার্বোনারী আন্দোলনে সুযোগ্য নেতৃত্বের অভাব থাকায় আন্দোলন শক্তিশালী হয়ে উঠতে পারেনি।

জনসমর্থনের অভাব ঃ যেকোন আন্দোলন শক্তিশালী হতে গেলে তার পিছনে জনসমর্থন থাকা প্রয়োজন। কিন্তু কার্বোনারী আন্দোলনের পিছনে বড় জনসমর্থন ছিল না। ইতালির বৃহত্তর জনগণ এই আন্দোলনের আওতার বাইরে ছিল। 

লক্ষ্যহীনতা ঃ কার্বোনারী আন্দোলনের নেতারা সাধারণ মানুষের সামনে তাদের আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে কোন বিশেষ তথ্য তুলে ধরতে পারেনি। ফলে দেশের সাধারণ মানুষ এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হননি।

অনৈক্য ঃ কার্বোনারী আন্দোলনকারীদের মধ্যে ঐক্যের যথেষ্ট অভাব ছিল যার ফলে এই আন্দোলন শেষপর্যন্ত ব্যর্থ হেয়ছিল।

মূল্যায়ন ঃ কার্বোনারী আন্দোলন ব্যর্থ হলেও এই আন্দোলন সমগ্র ইতালিবাসীর মনে একটি গভীর জাতীয়তাবোধের ঢেউ সৃষ্টি করেছিল। যা পরবর্তীকালে স্বাধীন ও ঐক্যবদ্ধ ইতালির জন্ম হতে বিশেষভাবে সাহায্য করেছিল।


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post