পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে দক্ষিণ ইতালির সংযুক্তি -
ইতালির ঐক্য আন্দোলন শুরু হওয়ার পর ১৮৫৯ খ্রিস্টাব্দে লম্বার্ডি এবং ১৮৬০ খ্রিস্টাব্দে ইতালির পার্মা, মডেনা, টাস্কানি, রোমানি ইত্যাদি রাজ্যগুলি পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল। কিন্তু তখনও দক্ষিণ ইতালির পোপের রাজ্য, সিসিলি ও নেপলস পিডমন্ট-সার্ডনিয়ার সঙ্গে যুক্ত হয়নি। তবে শেষপর্যন্ত ১৮৬১ খ্রিস্টাব্দে পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে ইতালির পোপের রাজ্য, সিসিলি এবং নেপলস যুক্ত হয়।
সিসিলি ও নেপলস জয় ঃ ১৮৬০ খ্রিস্টাব্দে দক্ষিণ ইতালির সিসিলি ও নেপলসের অধিবাসীরা পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তীব্র আন্দোলন শুরু করে। বিদ্রোহীরা এর জন্য গ্যারিবল্ডির কাছে সাহায্য প্রার্থনা করলে তিনি তাদের আবেদনে সাড়া দেন। এরপর গ্যারিবল্ডি এক হাজার 'লাল কোর্তা' বাহিনী নিয়ে সিসিলি এবং নেপলস জয় করেন।
জটিলতা বৃদ্ধি ঃ গ্যারিবল্ডি সিসিলি ও নেপলস জয় করে সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এরপর তিনি পোপের রাজ্যজয়ের উদ্যোগ নিলে প্রধানমন্ত্রী ক্যাভুর উপলব্ধি করেন যে, ইউরোপের রাজশক্তিগুলি এই প্রজাতন্ত্র ধ্বংস করার উদ্যোগ নেবে এবং পোপের রাজ্য আক্রমণ করলে ক্যাথলিক দেশগুলিও প্রতিবাদ করবে। ফলে ইতালির ঐক্য সম্পূর্ণ হবে না।
সংযুক্তি ঃ ইতালির ঐক্যের এই জটিল পরিস্থিতিতে পিডমন্ট-সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েল রোম বাদে পোপের রাজ্যের অবশিষ্টাংশ দখল করেন এবং সিসিলি ও নেপলস-এর আনুগত্য দাবি করেন। এই পরিস্থিতিতে গ্যারিবল্ডি ভিক্টর ইমানুয়েলের হাতে সিসিলি ও নেপলস তুলে দেন। এরপর সিসিলি ও নেপলস গণভোটের মাধ্যমে পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয়।
মূল্যায়ন ঃ সিসিলি ও নেপলসের সংযুক্তির পর ভেনেশিয়া ও রোম বাদে বাকি ইতালির ঐক্য সম্পূর্ণ হয়। ইতালির ঐক্যের এই শেষ সময়ে কাউন্ট ক্যাভুরের মৃত্যু ঘটে।