লম্বার্ডি কীভাবে পিডমেন্ট-সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয়

পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে লম্বার্ডির সংযুক্তি -


প্রাচীন রোমান সাম্রাজ্যের লীলাভূমি ইতালি ঊনবিংশ শতকের প্রথভাগ পর্যন্ত বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। এই রাজ্যগুলি ছিল বিভিন্ন বিদেশি শক্তির অধীনস্থ। পিডমন্ট-সার্ডিনিয়া ছাড়া ইতালির অবশিষ্ট রাজ্যগুলিতে বিভিন্ন বিদেশি শক্তির আধিপত্য স্থাপিত হয়েছিল। এই খণ্ড খণ্ড ইতালির ঐক্যের প্রথম ধাপ ছিল পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে লম্বার্ডির সংযুক্তি।

প্লোমবিয়ের্সের চুক্তি ঃ ১৮৫৮ খ্রিস্টাব্দে পিডমন্টের প্রধানমন্ত্রী কাউন্ট ক্যাভুর এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে প্লোমবিয়ের্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি দ্বারা - 

     (i) ইতালির ঐক্য আন্দোলনে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পিডমন্টকে ফ্রান্স সাহায্য করবে।

     (ii) ফ্রান্স তখনই পিডমন্টকে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করবে যখন অস্ট্রিয়া আগে পিডমন্টকে আক্রমণ করবে।

     (iii) পিডমন্টকে সাহায্যের পরিবর্তে ফ্রান্স ইতালির স্যাভয় ও নিস অঞ্চল দুটি লাভ করবে।

অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঃ ১৮৫৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া পিডমন্ট ও সার্ডিনিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। পূর্বশর্ত অনুযায়ী অস্ট্রিয়ার বিরুদ্ধে পিডমন্টের সাহায্যে ফ্রান্স এগিয়ে আসে। অস্ট্রিয়ার কাছ থেকে লম্বার্ডি ও মিলান দখল করলেও ১৯৫৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লাফ্রাঙ্কের সন্ধি স্বাক্ষরিত করে ফ্রান্স যুদ্ধ ত্যাগ করে। এমতাবস্থায় পিডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েল অস্ট্রিয়ার সঙ্গে ১৮৫৯ খ্রিস্টাব্দে জুরিখের সন্ধি স্বাক্ষর করে। এই সন্ধির দ্বারা সার্ডিনিয়ার সঙ্গে লম্বার্ডি যুক্ত হয়।

মূল্যায়ন ঃ ম্যাৎসিনির পরবর্তীকালে কাউন্ট ক্যাভুরের নেতৃত্বে ইতালির ঐক্য আন্দোলন অগ্রসর হতে থাকে। মূলত ক্যাভুরের নেতৃত্বের ফলেই ইতালির সঙ্গে লম্বার্ডি ও মিলান যুক্ত হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post