ইয়ং ইতালি -
ইতালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন জোসেফ ম্যাৎসিনি। প্রথম জীবনে তিনি কার্বোনারি আন্দোলনে যোগদান করেছিলেন। কিন্তু এই আন্দোলনের ব্যর্থতা লক্ষ্য করে তিনি সেখান থেকে বেরিয়ে এসে ইয়ং ইতালি নামে একটি নতুন সংগঠন তৈরি করেন। নিন্মে ইয়ং ইতালির প্রতিষ্ঠা, ব্যাপ্তি, মতাদর্শ, পতাকা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হল -
ইয়ং ইতালি প্রতিষ্ঠা ঃ নির্বাসিত অবস্থায় ম্যাৎসিনি ১৮৩২ খ্রিস্টাব্দে ফ্রান্সের মার্সাই শহরে 'ইয়ং ইতালি' বা 'নব্য ইতালি' নামে একটি গুপ্ত যুব সংগঠন তৈরি করেছিলেন। চল্লিশ বছর বয়স পর্যন্ত যেকোন ব্যক্তি এই নব্য ইতালির সদস্যপদ গ্রহণ করতে পারত।
ব্যাপ্তি ঃ ইয়ং ইতালি প্রতিষ্ঠার পর থেকে এর শক্তি বৃদ্ধি পেতে থাকে। ইয়ং ইতালি প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মধ্যেই এর সদস্য সংখ্যা ৬০ হাজারের বেশি ছাড়িয়ে যায়। এই সময় ম্যাৎসিনি ইয়ং ইতালি নামে একটি পত্রিকা প্রকাশ করেন এবং ইতালির ঐক্যের আদর্শ প্রচার করতে থাকেন।
মতাদর্শ ঃ ইয়ং ইতালির আদর্শ ছিল শিক্ষা, প্রচার, আত্মত্যাগ ও চরিত্রনিষ্ঠার দ্বারা ইতালিবাসীর মধ্যে জাতীয়তাবোধের প্রচার করা। ম্যাৎসিনি ইয়ং ইতালির যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন, ঐক্যবদ্ধ ইতালিই হবে তোমাদের একমাত্র মন্ত্র।
পতাকা ঃ ইয়ং ইতালি দলের জন্য ম্যাৎসিনি যে পতাকা তৈরি করেছিলেন তার একদিকে লেখা ছিল 'স্বাধীনতা' ও 'ঐক্য' এবং অন্যদিকে লেখা ছিল 'গণতন্ত্র' , 'সাম্য ও মানবতা'। ইয়ং ইতালি দল এই আদর্শের বাস্তবায়নের জন্য কাজ করত।
মূল্যায়ন ঃ ইতালির ঐক্যের ক্ষেত্রে ম্যাৎসিনির ইয়ং ইতালি দলের ভূমিকা ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ম্যাৎসিনির আদর্শ ও কর্মপন্থা সমগ্র ইতালিবাসীর মনে গভীর প্রভাব বিস্তার করেছিল।
আরও পড়ুন ঃ