মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়েছিল

মুক্তির ঘোষণাপত্র -


১৮৫৭ খ্রিস্টাব্দে রাশিয়ার ভুমিদাস প্রথা অবসানের উদ্দেশ্যে জার দ্বিতীয় আলেকজান্ডার একটি কমিশন গঠন করেন। এরপর তিনি ১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি 'মুক্তির ঘোষণাপত্র' প্রকাশ করে রাশিয়ার ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন। নিন্মে মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়েছিল তা আলোচনা করা হল -

মুক্তিলাভ ঃ এই ঘোষণাপত্রের দ্বারা রাশিয়ার সমস্ত ভূমিদাস তাদের প্রভুর অধীনতা থেকে মুক্তি লাভ করে। তারা স্বাধীন নাগরিকের অধিকার ও মর্যাদা লাভ করে এবং মুক্ত ভূমিদাসদের ওপর জমিদারদের অধিকার সম্পূর্ণভাবে লুপ্ত হয়।

জমিলাভ ঃ মুক্তিলাভের আগে ভুমিদাসরা যে জমি চাষ করত মুক্তির পর সেই জমির অর্ধেক অংশ ভূমিদাস লাভ করে এবং বাকি অর্ধেক অংশ জমির প্রভুর অধীনে থাকে।

জমি বণ্টন ঃ জমিদার ও মুক্ত ভূমিদাসদের মধ্যে জমি বণ্টন ও জমিদারের ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের জন্য 'ল্যান্ড ম্যাজিস্ট্রেট' নামক এক ধরণের সরকারি কর্মচারী নিয়োগ করা হয়।

জমির মালিকানা ঃ মুক্ত ভূমিদাসরা যে জমি লাভ করেছিল তার মালিকানা সরাসরি ভুমিদাসদের হাতে ছিল না। এইসব জমির মালিকানা ছিল 'কমিউন' বা 'মির' নামক গ্রাম সমিতির হাতে।

ক্ষতিপূরণ ঃ জমিদাররা ভূমিদাসদের জমি দেওয়ার পর তাদের যে ক্ষতি হয়েছিল তা সরকার মিটিয়ে দেবে। মুক্ত ভূমিদাসরা ৪৯ বছরের কিস্তিতে বার্ষিক ৬.৫ শতাংশ সুদের হারে সরকারকে এই ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করবে।

মূল্যায়ন ঃ রাশিয়ার জার কর্তৃক ভুমিদাসদের মুক্তি রাশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা। ভূমিদাসদের মুক্তির ফলে রাশিয়ায় একটি নবযুগের সূচনা ঘটেছিল। 


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post