রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে 'মুক্তিদাতা জার' বলার কারণ -
রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি বিখ্যাত 'মুক্তির ঘোষণাপত্র' জারি করেন। যার মধ্যে দিয়ে রাশিয়ার ভুমিদাসদের মুক্তি করা হয়। এই কারণে জার দ্বিতীয় আলেকজান্ডার ইতিহাসে 'মুক্তিদাতা জার' নামে পরিচিত।
ভুমিদাস মুক্তির ঘোষণাপত্র ঃ রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র কয়েকটি নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল। যেমন -
(i) মুক্তিলাভ ঃ ভূমিদাসরা স্বাধীন ও মুক্ত নাগরিকের অধিকার পাবে।
(ii) জমি প্রদান ঃ মুক্তির আগে ভূমিদাসরা যে জমি চাষ করত তার অর্ধেক জমি মুক্তির পর তাদের দিয়ে দেওয়া হবে।
(iii) সামন্ত বা অভিজাতদের ক্ষতিপূরণ ঃ ভূমিদাসদের মুক্তি দেওয়ার সময় তারা যে সামন্তপ্রভু বা অভিজাতদের অধীনে কাজ করত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।
ভূমিদাস উচ্ছেদ আইন ঃ রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের সহায়তায় ১৮৬১ রাশিয়ায় ভূমিদাস উচ্ছেদ আইন পাশ হয়। এই আইনের দ্বারা -
(i) স্বাধীন প্রজার মর্যাদা ঃ রাজকীয় ও সামন্তপ্রভুদের অধীনে থাকা ভূমিদাসরা স্বাধীন প্রজার মর্যাদা লাভ করে।
(ii) সহজ কিস্তি ঃ জমির জন্য জমিদারদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে, তা কৃষকরা ৪৯ বছরের মধ্যে কিস্তি অনুসারে সরকারকে পরিশোধ করবে।
মূল্যায়ন ঃ দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন একথা ঠিক কিন্তু সকলেই এর সম্পূর্ণ সুফল পায়নি। তাই তাঁর বিরুদ্ধে ব্যাপক কৃষক আন্দোলন শুরু হয়। শেষপর্যন্ত রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর বোমার আঘাতে মারা যান।
আরও পড়ুন ঃ