লেনিনের নতুন অর্থনৈতিক নীতি / নয়া অর্থনৈতিক নীতি ঘোষণার কারণ -
লেনিনের নেতৃত্বে রাশিয়ার মার্কসবাদী বলশেভিক দল ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের মাধ্যমে রাশিয়ার ক্ষমতা দখল করে। ১৯২১ খ্রিস্টাব্দে লেনিন বিশুদ্ধ মার্কসবাদের পথে থেকে সরে এসে নিজের মত করে একটি 'নতুন অর্থনৈতিক নীতি' বা NEP (New Economic Policy) ঘোষণা করেন। লেনিনের নয়া অর্থনৈতিক নীতি ঘোষণার পিছনে যেসব কারণ ছিল তা নিন্মে আলোচনা করা হল-
সংকট ঃ বলশেভিক শাসনের প্রথমেই -
(i) ১৯১৮ খ্রিস্টাব্দ থেকে ১৯২১ খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময়ে রাশিয়ার বিপ্লবী ও প্রতি-বিপ্লবীদের মধ্যে গৃহযুদ্ধ চলতে থাকে।
(ii) রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব ধ্বংস করার উদ্দেশ্যে বিভিন্ন ধনতান্ত্রিক বৈদেশিক শক্তি রাশিয়ায় আক্রমণ চালায়।
সামরিক সাম্যবাদ ঃ দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক সংকটের মোকাবিলা করার জন্য 'সামরিক সাম্যবাদ'-এর দ্বারা কৃষকের ব্যক্তিগত জমি ও উদ্বৃত্ত শস্য সরকার হস্তগত করলে কৃষক বিদ্রোহ তীব্র আকার ধারণ করে।
শস্য উৎপাদন হ্রাস ঃ বলশেভিক সরকারের প্রাথমিক অর্থনৈতিক নীতির কারণে বহু বিদ্রোহী কৃষক চাসবাস বন্ধ করে দেয়। ফলে ৪০ শতাংশ রুশ কৃষিজমি অনাবাদী হয়ে পড়ে থাকে। ফলে শস্য উৎপাদন ৪৭ শতাংশ কমে যায়।
খাদ্য সংকট ঃ শস্য উৎপাদন হ্রাস পেলে রাশিয়ায় তীব্র খাদ্য সংকট দেখা যায়। ১৯২১ খ্রিস্টাব্দের ভয়াবহ দুর্ভিক্ষে রাশিয়ার বহু মানুষ মারা যায়।
শিল্পে সংকট ঃ শিল্প পরিচালনায় শ্রমিকদের কোন অভিজ্ঞতা না থাকলেও ইতিপূর্বে বলশেভিক সরকার দেশের শ্রমিকদের হাতে শিল্প পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছিল। ফলে রাশিয়ার শিল্প উৎপাদন ভীষণভাবে কমে যায় এবং বহু কলকারখানা বন্ধ হয়ে যায়।
মূল্যায়ন ঃ সোভিয়েত রাশিয়ার সংকটময় পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নতির জন্য লেনিনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ছিল। নয়া অর্থনৈতিক নীতির পদক্ষেপের ফলে রাশিয়ায় নতুন শিল্প কারখানা স্থাপিত হয় ফলে দেশে খাদ্য সংকট মিটে যায়, নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়
আরও পড়ুন ঃ