ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল -
১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের বছরটাকে সাধারণভাবে ইউরোপের ইতিহাসে 'বিপ্লবের বছর' হিসাবে চিহ্নিত করা হয়। ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবকে ঐতিহাসিক এরিক হবসবম 'প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব' হিসাবে অভিহিত করেছেন। ইউরোপের ইতিহাসে ফেব্রুয়ারি বিপ্লব গভীর ও সুদূরপ্রসারী ফলাফল বা তাৎপর্য বহন করে। নিন্মে ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল সম্পর্কে আলোচনা করা হল -
মেটারনিকতন্ত্রের অবসান ঃ ১৮১৫ খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনের পর থেকে অস্ট্রিয়া-সহ ইউরোপের অন্যান্য দেশে প্রিন্স মেটারনিকের আদলে যে মেটারনিকতন্ত্রের উদ্ভব ঘটেছিল ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে তার অবসান ঘটেছিল।
ইতালি ও জার্মানির ঐক্য ঃ ফেব্রুয়ারি বিপ্লব সরাসরি ইতালি ও জার্মানির ঐক্য সম্পূর্ণ করতে ব্যর্থ হলেও এই বিপ্লব ভবিষ্যতে এই রাষ্ট্র দুটির ঐক্যের পথ মসৃণ করেছিল।
রাজতন্ত্রের অবসান ঃ ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটায় এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল। নবগঠিত এই প্রজাতান্ত্রিক সরকার ফ্রান্সের শ্রমিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল।
সামন্ততন্ত্রের অবসান ঃ ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ইউরোপের সামন্ততন্ত্রের পতন নিশ্চিত হয়ে ওঠে। ধীরে ধীরে ইউরোপ থেকে ভুমিদাস প্রথাও লুপ্ত হতে থাকে।
জনতার বিপ্লব ঃ ফেব্রুয়ারি বিপ্লব সাধারণ জনগণের বিপুল অংশগ্রহণের জন্য 'জনতার বিপ্লব'-এ পরিণত হয়েছিল।
বুদ্ধিজীবীদের নেতৃত্ব ঃ এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল কবি, সাহিত্যিক, অধ্যাপক, সাংবাদিক প্রমুখ শ্রেণির মানুষ।
মূল্যায়ন ঃ আপাতদৃষ্টিতে ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব ব্যর্থ হলেও এই বিপ্লবের ফলাফল ছিল গুরুত্বপূর্ণ। এপ্রসঙ্গে ঐতিহাসিক টেলর বলেছেন ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের প্রকৃত নায় ছিল সাধারণ জনগণ।