হেটাইরিয়া ফিলিকে সম্পর্কে আলোচনা করো

হেটাইরিয়া ফিলিকে -


প্রাচীন ইউরোপীয় সভ্যতার লীলাভূমি গ্রিসে পঞ্চদশ শতকে অটোমান তুর্কি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। তুরস্কের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে ঊনবিংশ শতকের প্রথমার্ধে গ্রিসে আন্দোলন শুরু হয়। গ্রিসের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল 'হেটাইরিয়া ফিলিকে' বা 'স্বাধীনতার অনুরাগী' নামে একটি গুপ্ত সমিতি।

প্রতিষ্ঠা ঃ ১৮১৪ খ্রিস্টাব্দে ৪ জন গ্রিক বণিক কৃষ্ণসাগরের উপকূলে ওডেসা বন্দরে হেটাইরিয়া ফিলিকে নামক একটি গুপ্ত সমিতি গড়ে তোলে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল স্কুফাস নামক একজন গ্রিক ব্যবসায়ী।

উদ্দেশ্য ঃ হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি ছিল -

     (i) ইউরোপ থেকে এশিয়ার তুর্কি শাসনের অবসান ঘটানো।

     (ii) প্রাচীন রোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা।

     (iii) গ্রিসের স্বাধীনতা লাভ করা।

জনপ্রিয়তা বৃদ্ধি ঃ ১৮১৪ খ্রিস্টাব্দে মাত্র ৪ জন গ্রিক বণিকের উদ্যোগে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠিত হয়। তবে দ্রুত এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। ধীরে ধীরে গ্রিসের বিভিন্ন অঞ্চলে হেটাইরিয়া ফিলিকের শাখা সংগঠন প্রতিষ্ঠিত হয়। ১৮২১ খ্রিস্টাব্দের মধ্যে এই গুপ্ত সমিতির সদস্য সংখ্যা প্রায় ২ লক্ষের কাছাকাছি পৌঁছে যায়।

রুশ সহায়তা প্রার্থনা ঃ হেটাইরিয়া ফিলিকের সদস্যরা গ্রিসের স্বাধীনতার জন্য রাশিয়ার সহায়তা প্রার্থনা করে। এর প্রতিক্রিয়া রূপে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার তাদের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানান এবং সহায়তা দিতে রাজি হন।

মূল্যায়ন ঃ হেটাইরিয়া ফিলিকে গ্রিসের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল। রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার হেটাইরিয়া ফিলিকের কাজে তাঁর পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রকাশ করেছিলেন।

Post a Comment

Previous Post Next Post