কার্বোনারী সমিতি বলতে কি বোঝ

কার্বোনারী সমিতি -


বিদেশিদের হাত থেকে ইতালিকে রক্ষা করে ইতালির ঐক্য সম্পন্ন করার লক্ষে উনিশ শতকের দ্বিতীয় ও তৃতীয় দশকে ইতালিতে বেশ কয়েকটি গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। এই গুপ্ত সমিতি গুলির মধ্যে অন্যতম ছিল কার্বোনারী সমিতি। কার্বোনারী সমিতির উদ্যোগে ইতালিতে সশস্ত্র কার্বোনারী আন্দোলন শুরু হয়। নিন্মে কার্বোনারী সমিতির কার্বোনারী আন্দোলন সম্পর্কে আলোচনা করা হল -

নামকরণ ঃ 'কার্বোনারী' কথাটি এসেছে ইংরেজি 'কার্বন' থেকে। কার্বোনারী সমিতির সদস্যরা তাদের ধর্মীয় প্রথা অনুসারে কাঠকয়লা পোড়াত বলে তাদের এমন নামকরণ হয়েছে।

উদ্দেশ্য ঃ কার্বোনারী আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাস, গুপ্ত হত্যা ইত্যাদির মাধ্যমে ইতালিকে বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করা। তাদের অন্যতম লক্ষ্য ছিল ইতালির ঐক্যবদ্ধ করা এবং দেশে গণতন্ত্র স্থাপন করা।

আদর্শ ঃ কার্বোনারী সমিতির সদস্যরা ব্যক্তিগত নৈতিকতার ওপর খুব বেশি গুরুত্ব দিত। তাদের আন্দোলনে ধর্মীয় উন্মাদনার খুব বেশি প্রকাশ দেখা যায়। বাস্তব জগতের সাথে তাদের আন্দোলনের কোন যোগসূত্র ছিল না। 

কার্বোনারী আন্দোলনের ভিত্তি ঃ কার্বোনারী সমিতিতে মধ্যবিত্তদের সংখ্যা ছিল খুব বেশি। কার্বোনারী সমিতির প্রধান কেন্দ্র ছিল নেপলস। দেশের বিভিন্ন স্থানে, এমনকি দেশের বাইরেও এদের বহু শাখা ছিল।

মূল্যায়ন ঃ কার্বোনারী দলের হাত ধরেই ঐক্যবদ্ধ ইতালি গঠনের প্রথম সূচনা হয়েছিল। এই সমিতি শেষপর্যন্ত সাফল্য অর্জন করতে পারেনি একথা ঠিক কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে, পরবর্তীকালে ইতালির ঐক্যের ভীত এই সমিতিই তৈরি করে দিয়েছিল।

Post a Comment

Previous Post Next Post