সেডানের যুদ্ধের ফলাফল / গুরুত্ব -
১৮৭০ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর সেডানের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ফ্রান্স প্রাশিয়ার কাছে পরাজিত হয়। নিন্মে সেডানের যুদ্ধের ফলাফল আলোচনা করা হল -
ফ্রান্সের পরাজয় ঃ ১৮৭০ খ্রিস্টাব্দের সেডানের যুদ্ধে ফ্রান্সের চূড়ান্ত পরাজয় ঘটেছিল। এই যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন বন্দি হন। ফরাসি পার্লামেন্ট তাঁকে সিংহাসনচ্যুত করে এবং ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের অবসান ঘোষণা করে।
জার্মানির ঐক্য ঃ সেডানের যুদ্ধের পর দক্ষিণ ও উত্তর জার্মানি সংযুক্ত হয় ফলে জার্মানির রাজনৈতিক ঐক্য সম্পূর্ণ হয়। ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হয়েছিলেন প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম।
প্রাশিয়ার মর্যাদা বৃদ্ধি ঃ সেডানের যুদ্ধে প্রাশিয়া ইউরোপের দুটি শক্তিশালী রাষ্ট্র অস্ট্রিয়া ও ফ্রান্সকে পরাজিত করে। এরফলে ইউরোপে প্রাশিয়া তথা জার্মানির মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায় এবং জার্মানি ইউরোপের শ্রেষ্ঠ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে।
বার্লিনের গুরুত্ব ঃ সেডানের যুদ্ধে ফ্রান্সের পরাজয় ঘটলে গোটা ইউরোপে ফ্রান্সের গুরুত্ব কমে যায় এবং ইউরোপীয় রাজনীতির মূল কেন্দ্র প্যারিস থেকে বার্লিনে স্থানান্তরিত হয়।
ইতালির ঐক্য ঃ সেডানের যুদ্ধে পরাজয়ের ফলে ফ্রান্স ইতালির রোম থেকে তার সেনাবাহিনী অপসারণ করে। এই সুযোগ কাজে লাগিয়ে পিডমন্ট-সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েল রোম দখল করে নেয়। ফলে জার্মানির পাশাপাশি ইতালির ঐক্যও সম্পূর্ণ হয়।
মূল্যায়ন ঃ সেডানের যুদ্ধে পরাজয়ের ফলে একদিকে যেমন ফ্রান্সের মর্যাদা হ্রাস পায় অন্যদিকে তেমনই এই যুদ্ধে জয়লাভের ফলে ইউরোপে জার্মানির মর্যাদা বৃদ্ধি পায় এবং জার্মানি অন্যতম শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে।