ফ্রান্সে শিল্পায়নের অগ্রগতি -
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কিছুকাল পরেই ফ্রান্সে শিল্প বিপ্লব ঘটে। ঐতিহাসিক রস্টো-এর মতে ফ্রান্সে শিল্পের বিকাশ ঘটেছিল ১৮৩০ খ্রিস্টাব্দ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দের মধ্যে। ফ্রান্সের বিভিন্ন সম্রাটদের উদ্যোগে শিল্পের প্রসার ঘটেছিল। নিন্মে ফ্রান্সের শিল্পের অগ্রগতির বিবরণ দেওয়া হল -
ষোড়শ লুই-এর আমলে শিল্পের অগ্রগতি ঃ ফ্রান্সের রাজা ষোড়শ লুই-এর আমলে তাঁর প্রধানমন্ত্রী ক্যালোন ইংল্যান্ড থেকে বিশেষজ্ঞ এনে ফ্রান্সে শিল্পের প্রসারের জন্য কলকারখানা প্রতিষ্ঠার চেষ্টা করেন।
নেপোলিয়ন বোনাপার্টের আমলে শিল্পের অগ্রগতি ঃ ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের শিল্পায়ন বৃদ্ধিতে এবং ইংল্যান্ডের শিল্প ধবংসে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিলেন। এক্ষেত্রে নেপোলিয়ন স্বল্পসুদে ঋণদান, যন্ত্রপাতি আবিষ্কারে উৎসাহদান প্রভৃতি উদ্যোগ নিয়ে ফ্রান্সে শিল্পের উন্নতিতে সচেষ্ট হন।
লুই ফিলিপের আমলে শিল্পের অগ্রগতি ঃ ব্যাংক ব্যবস্থার আধুনিকীকরণ, সড়কপথ এবং নদীপথে পরিবহণ ব্যবস্থার উন্নতির মাধ্যমে লুই ফিলিপ দেশের উন্নতি করেছিলেন। ১৮৩২ খ্রিস্টাব্দে ফ্রান্সে রেলপথ নির্মিত হয়। এরফলে বোর্দো, আলসাস, তুলোঁ প্রভৃতি স্থানে কয়লা, লোহা, সুতিবস্ত্র প্রভৃতি শিল্প গড়ে উঠেছিল।
তৃতীয় নেপোলিয়নের আমলে শিল্পের অগ্রগতি ঃ ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ক্রেদি মবিলিয়ে, ক্রেদি ফঁসিয়ে নামক শিল্প ব্যাংক গঠন করেছিলেন। শ্রমিক ও কারখানার মালিকদের বিরোধের মীমাংসার জন্য 'কনসিলিয়েশন বোর্ড' গঠন করেছিলেন, যার ফলে ফ্রান্সের শিল্পায়নে গতি আসে।
বিভিন্ন শিল্প ঃ ফ্রান্সের সম্রাটদের বিভিন্ন উদ্যোগে ফ্রান্সে রেলপথ, লৌহ-ইস্পাত শিল্প, কয়লা শিল্পের প্রভূত উন্নতি ঘটেছিল। এছাড়া বস্ত্র, কাগজ, চিনি, রাসায়নিক, রেশম ইত্যাদি শিল্পের অগ্রগতি ঘটে।
মূল্যায়ন ঃ ফরাসি সম্রাট লুই নেপোলিয়নের আমলে ফ্রান্সে প্রকৃত শিল্পায়ন শুরু হয়েছিল। ফ্রান্সের শিল্পায়নের ধারা অব্যাহত রেখেছিলেন তৃতীয় নেপোলিয়ন। তিনি বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন যার ফলে ফ্রান্সের শিল্পক্ষেত্রে নবযুগের সূচনা ঘটেছিল।
আরও পড়ুন ঃ