ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুরের ভূমিকা আলোচনা করো

ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা -


ঊনবিংশ শতকের প্রথমদিকে ইতালি বিভিন্ন ছোট বড়ো রাজ্য নিয়ে গঠিত ছিল। পিডমেন্ট-সার্ডিনিয়া ছাড়া ইতালির সব রাজ্যই অস্ট্রিয়া-সহ বিভিন্ন বিদেশি শক্তির অধীনস্থ ছিল। বিদেশি শক্তিগুলিতে বিতাড়িত করে বহুধা বিভক্ত ইতালির ঐক্য প্রতিষ্ঠার জন্য যে সমস্ত ব্যক্তি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কাউন্ট ক্যামিলো বেনসো ডি ক্যাভুর। নিন্মে ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুরের ভূমিকা আলোচনা করা হল -

ক্যাভুরের মতাদর্শ ঃ 

     (i) বিদেশি সাহায্য গ্রহণ ঃ কাউন্ট ক্যাভুর ছিলেন বাস্তববাদী মানুষ। তিনি উপলব্ধি করেছিলেন যে, বিদেশি শক্তির সাহায্য ছাড়া অস্ট্রিয়ার মতো বৃহৎ শক্তিকে ইতালি থেকে বিতাড়িত করা যাবে না। 

     (ii) স্যাভয় বংশের নেতৃত্ব ঃ কাভুর পিডমেন্ট-সার্ডিনিয়ার স্যাভয় রাজবংশের অধীনে ইতালিকে ঐক্যবদ্ধ করার নীতি গ্রহণ করেছিলেন।

     (iii) পিডমেন্টের শক্তিবৃদ্ধি ঃ কাউন্ট ক্যাভুর ইতালির ঐক্য সাধনের জন্য সর্বপ্রথম পিডমেন্টের শক্তিবৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন। 

বিদেশি সাহায্য ঃ 

     (i) ইঙ্গ-ফরাসি শক্তিকে সহায়তা ঃ ইতালির ঐক্য সাধনে অস্ট্রিয়ার বিরুদ্ধে বিদেশি শক্তির সাহায্য গ্রহণ করার উদ্দেশ্যে ক্যাভুর ১৮১৫৫-১৮৫৬ খ্রিস্টাব্দের ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সকে সহায়তা করেছিলেন। 

     (ii) প্যারিসের বৈঠকে সুযোগ ঃ ১৮৫৬ খ্রিস্টাব্দে যুদ্ধ পরবর্তী প্যারিসের শান্তি বৈঠকে অস্ট্রিয়ার বিরুদ্ধে ইতালি তার অভিযোগগুলি উত্থাপনের সুযোগ পেয়েছিল।

     (iii) প্লোমবিয়ের্সের চুক্তি ঃ ১৮৫৬ খ্রিস্টাব্দের ক্যাভুর ফ্রান্সের সঙ্গে প্লোমবিয়ের্সের গোপন চুক্তি স্বাক্ষর করেছিলেন। এর দ্বারা ইতালির ঐক্য আন্দোলনে অস্ট্রিয়ার যুদ্ধে ফ্রান্স পিডমেন্টকে সাহায্য প্রদান করতে রাজি হয়।

অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঃ ১৮৫৬ খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে গোপন সন্ধির পর ক্যাভুর অস্ট্রিয়াকে নানা ভাবে যুদ্ধে জন্য উস্কানি দিতে থাকে। অবশেষে অস্ট্রিয়া ১৮৫৯ খ্রিস্টাব্দে পিডমেন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর ফ্রান্স পিডমেন্টের সঙ্গে যুদ্ধে যোগদান করে অস্ট্রিয়াকে ম্যাজেন্টা ও সলফেরিনোর যুদ্ধে পরাজিত করে লম্বার্ডি দখল করে। কিন্তু মাঝপথে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন যুদ্ধ বন্ধ করে দেয় এবং ১৮৫৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধির দ্বারা পিডমেন্টের সঙ্গে মিলান ও লম্বার্ডি যুক্ত হয়। 

ক্ষোভ ঃ ক্যাভুর ভিল্লাফ্রাঙ্কার সন্ধির বিরোধিতা করে। কিন্তু পিডমেন্টের রাজা ভিক্টর ইমানুয়েল উপলব্ধি করেন যে, ফ্রান্সের সহায়তা ছাড়া অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা অসম্ভব। তাই তিনি যুদ্ধ বিরতিতে সম্মতি দিয়ে এই সন্ধি মেনে নেন। এরপর তিনি ১৮৫৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে জুরিখের সন্ধি স্বাক্ষর করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ক্যাভুর পদত্যাগ করেন।

ফ্রান্সের সঙ্গে বোঝাপড়া ঃ জুরিখের সন্ধির শর্ত অনুযায়ী মধ্য ইতালির পার্মা, মডেনা, রোমানা, টাস্কানি ইত্যাদি রাজ্যগুলিতে পুরনো বিদেশি শাসনের পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়। কিন্তু এখানকার জনগণ এই সিদ্ধান্তের বিরোধিতা করে। জনগণ চেয়েছিল এই অঞ্চলগুলি পিডমেন্টের সঙ্গে যুক্ত হোক। এতে ফ্রান্স ও অস্ট্রিয়া আপত্তি জানায়। এইরকম সংকটময় পরিস্থিতিতে ১৮৬০ খ্রিস্টাব্দে ক্যাভুর দেশের স্বার্থে আবার প্রধানমন্ত্রী পদে আসীন হন। এরপর ক্যাভুর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে একটি বোঝাপড়া করেন। যার দ্বারা ঠিক হয় যে, ফ্রান্স মধ্য ইতালির এই রাজ্যগুলির সংযুক্তি আপত্তি করবে না। তাছাড়া ফ্রান্স এর বিনিময়ে ইতালির স্যাভয় ও নিস লাভ করবে।

মূল্যায়ন ঃ ১৮৬০ খ্রিস্টাব্দে গণভোটের মাধ্যমে পিডমেন্টের সঙ্গে মধ্য ইতালির রাজ্যগুলি যুক্ত হয়। তবে ক্যাভুর ইতালির স্যাভয় ও নিস ফ্রান্সকে প্রদানের প্রতিশ্রুতি দিলেও ভিক্টর ইমানুয়েল ও গ্যারিবল্ডি অসন্তুষ্ট হন। কেননা, পিডমন্টের রাজবংশের আদি নিবাস ছিল স্যাভয় এবং গ্যারিবল্ডির জন্মস্থান ছিল নিস। 


আরও পড়ুন ঃ

1 Comments

Previous Post Next Post